কেশবপুরের হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বাশেঁর বেড়া দিয়ে ঘিরে দখল নেয়ার অভিযোগ

যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বাশেঁর বেড়া দিয়ে ঘিরে দখল নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ৫ জনকে বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানাগেছে. উপজেলার হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠ পহেলা অক্টোবর প্রাচীর দেয়ার কাজ শুরু করলে একই এলাকার নওবালী সরদার, রুহুল আমিন, ওজিয়ার রহমান, আতিয়ার রহমান ও আব্দুল আজিজ কাজে বাঁধা প্রদান করে এবং স্কুল মাঠ বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখে। এ সময় স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান তাদের নিষেধ করলেও তাতে তারা কর্ণপাত না করায় তিনি ওইদিন থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, স্কুলের সম্পত্তি নিয়ে তাদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে । স্থানীয়ভাবে কয়েক দফা শালিশী বেঠক হয়েছে, কিন্তু বিবাদিরা কোন কিছুই মানেনা।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো: জসীম উদ্দীন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক আইনগত ব্যাবস্থা নেয়া হবে