Type to search

কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ করল শক্তি ফাউন্ডেশন এবং ঢাকা ব্যাংক পিএলসি

কৃষি

কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ করল শক্তি ফাউন্ডেশন এবং ঢাকা ব্যাংক পিএলসি

 

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ চৌগাছায় ৪০০ জন প্রান্তিক কৃষক/ কৃষনীদের আমন ধানের বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়।
রবিবার (১o জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ বৈশাখী মন চত্ত্বার শক্তি ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ঢাকা ব্যাংক পিএলসি এর অর্থায়নে যশোর চৌগাছা উপজেলা প্রাঙ্গনে কৃষকদের মাঝে কৃষি উপকরণ হস্তান্তরের লক্ষ্যে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। “বাঁচলে কৃষক, বাঁচবে দেশ উন্নয়নে বাংলাদেশ” এই বিষয়কে প্রতিপাদ্য করে ঢাকা ব্যাংক পিএলসি তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শক্তি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অত্র এলাকার ৪০০ জন কৃষকদের মাঝে ধান চাষের জন্য বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চৌগাছা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুশাব্বির হোসাইন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামীম খান ও উপজেলা কৃষি কর্মকর্তা । এছাড়াও আরোও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওপ্রধান মোঃ মাহবুবুর রহমান পলাশ, এমএসইমি, মোঃ কাতেবুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান, এগ্রিকালচার ব্যাংকিং ইউনিট,শক্তি ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর, হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন মোঃ শরীফুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।