
কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচি সফল করতে কুমিল্লায় পুলিশি বাধা উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট এবং কাঁদুনে গ্যাস ছোড়ে। জবাবে শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষের কারণে বন্ধ রয়েছে যান চলাচল।
পুলিশের ছোড়া রাবার বুলেট ও কাঁদুনে গ্যাসে অন্তত ২০ শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে। দুপুর ৩টার দিকে এ প্রতিবেদন লেখার সময় মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশজুড়ে ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ, জেলার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
“পুলিশের এত বাধার পরও আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়ক ছাড়েননি। যত বাধাই আসুক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব আমরা।”
এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের একটি মিছিল মহাসড়কের দিকে অগ্রসর হয়। এ ছাড়া বড় একটি মিছিল নগরীর টমছমব্রিজ সড়ক হয়ে মহাসড়কের দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে তারা বিভিন্ন সড়ক হয়ে মহাসড়কের দিকে অগ্রসর হয়।
এ দিকে সকাল থেকে মহাসড়কে চলছে না দূরপাল্লার বাসসহ কোনো গাড়ি। স্বল্পপাল্লার কিছু মাইক্রোবাস মহাসড়কে চলাচল করতে দেখা গেছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, আন্দোলনের নামে যাতে কেউ মহাসড়কে প্রবেশ করে বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.