প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ১০:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৩, ১০:২৬ এ.এম
কিস্তির টাকা দিতে না পারায় মৎস চাষীকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিনিধিঃ সময়মত কিস্তির টাকা দিতে না পারায় এনজিও কর্মীদের হাতে হামলার স্বীকার হয়েছে আক্তার হোসেন (৩২) নামে এক মৎসচাষী। বুধবার(১০মে) সন্ধ্যায় সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার বড়বিলা এলাকায় হামলার ঘটনাটি ঘটে। আহত মৎসচাষী বড়বিলা এলাকার
মো. মহিজ উদ্দীন মোড়লের ছেলে।বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার স্বীকার আক্তার হোসেন জানান,গতবছর ব্যাবসায়ী কাজে লাগানোর জন্য জাগরনী চক্র ফাউন্ডেশান নামে একটি এনজিও প্রতিষ্টান থেকে মার্সিক কিস্তিতে দুই বছর মেয়াদী একলক্ষ টাকা ঋন নেন তিনি।চলতি মাসে ঋনের কিন্তি দিতে বিলম্ব করার কারনে সন্ধ্যার দিকে মানিক নামে এনজিও কর্মীর সাথে ৬ জন তার বাড়িতে আসে।ওই সময় তাকে বাড়িতে না পেয়ে তারা স্ত্রী সাবিনার খাতুনকে অবথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে । বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা স্ত্রীকে
চড় থাপ্পড় মারে । ওই সময় তিনি বাঁধা দিতে গেলে এনজিও কর্মীর সাথে থাকা সন্ত্রাসীরা তাকে লোহার সাবল এলোপাতাড়ি মারতে থাকে। এতে তিনি মাথা সহ শরীরে বিভিন্ন স্থানে গুরত্ব আঘাত প্রাপ্ত হন। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। ওই সময় পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা দুটো মোটরসাইকেল রেখে সটকে পড়ে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।এ বিষয়ে অভিযুক্ত ওই এনজিও কর্মী মানিকের সাথে কথা বলার জন্য বার বার চেষ্টা করলে তিনি মুঠো ফোনেরর সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
পাটকেলঘাটা থানার উপ -পরিদর্শক (এস. আই) হানিফ মুনসী ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ঘটনাস্থল থেকে দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে কেন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। দু-পক্ষ বর্তমানে থানায় আছে তারা বিষয়টি মিমাংশার করে নিতে চাইছে
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.