প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৫:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৩, ৯:১৩ পি.এম
কালিগঞ্জে নিত্যপণ্যের বাজার মনিটরিং করলেন সহকারী কমিশনার আজাহার আলী

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার মনিটরিংয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির মহোদয়ের নির্দেশে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী। সোমবার (২৭ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন বাজার ও ছোট বড় দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময়ে তিনি নলতা হাটখোলা, কালিগঞ্জ বাজার, ফুলতলা মোড়, বালিয়াডাঙ্গা বাজার, বাশতলা বাজারসহ উপজেলার বিভিন্ন হাটে বাজারে বাজার মনিটরিং করে বনিক সমিতি ও ব্যবসায়ীদের বাজারদর নিয়ন্ত্রন রাখার নির্দেশনা দেন। এছাড়া বাজার দরের তালিকা টানানোর নির্দেশনাসহ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.