বিলাল মাহিনী : সর্বত্র ঘেরা, দেশে দেশে, পাড়ায় পাড়ায়, অন্তরে অন্তরে সবখানেই কাঁটাতারের বেড়া। চোখের চৌদিকে নাকের বৃত্তে হৃদয় মন্দিরে আপাদমস্তক অদৃশ্য চাদরে ঘেরা। মুখের লাগাম টানা হাতের কলম ভাঙা শকুনের বুনো তীক্ষ্ণ চাহুনি সিসি ক্যামেরার মতো আত্মাকে পাহারায় রত। আপন সত্তা আপনার সাথে দাঙ্গা বাঁধিয়ে নিঃশব্দে পালায়, আপনার নিভৃত বাণীগুলা দুমড়ে মুচড়ে পড়ে কৃত্রিম ঝড়ো হাওয়ায়। অদৃশ্য ছায়া আর মায়ায় পড়ে অসহায় উত্তপ্ত তামার পথ আসমান সমুদ্র সব লেলিহান নীল দর্পন। সত্য বলে চারপাশ আবর্জনা মুক্ত করে পথ চলা মানুষটির সাথী হোক সত্যের সেনারা। অবহেলা অনাদরে জীবন কোনোরকমে বেঁচে থাকে বটে, মরে যায় অনূভুতি আকাঙ্ক্ষা।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.