কর্মসংস্থান সৃষ্টিতে পিঠা ও চায়ের দোকান হস্তান্তর যশোর নাগরিক সংঘের

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের লালদিঘি পাড়ে চা বিক্রি করে জীবীকা নির্বাহ করেন আব্দুল বাদশাহ্ নামে বয়স্ক এক ব্যক্তি। একটি মাত্র ফ্লাক্সে গরম পানি রেখে ‘টি ব্যাগ’ দিয়ে চা বানিয়ে বিক্রি করেন তিনি। এভাবে চা বিক্রি করে দিন শেষে সামান্য পরিমাণ কিছু টাকা আয় হয় তার। যা দিয়ে জীবন ধারণ করা কঠিন হয়ে উঠেছিল। এমন পরিস্থিতিতে বাদশাহ্কে ভ্রাম্যমাণ একটি ‘পিঠাচা’র দোকান করে দিয়েছে যশোর নাগরিক সংঘ (যনাস)। শনিবার দোকানটি হস্তান্তর করা হয়।
যনাস সূত্র জানায়, সংগঠনের কর্মসংস্থান প্রকল্পের আওতায় আব্দুল বাদশাহ্কে ভ্রাম্যমাণ একটি চা ও পিঠার দোকান করে দেয়া হয়েছে। পিঠা তৈরির জন্য উন্নত একটি চুলা, পিঠা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও নতুন একটি ফ্লাক্সসহ চার্জার লাইট কিনে দেয়া হয় বাদশাহ্কে।
এদিন সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে পিঠা ও চায়ের দোকান হস্তান্তর করেন প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্। উপস্থিত ছিলেন যনাসের সমন্বয়ক আলী আজম টিটো, সদস্য আহাদ আলী মুন্না, বাদশাহ্ ভাইয়ের ‘পিঠাচা’ প্রকল্পের সমন্বয়ক সালমান হাসান রাজিব, সংগঠনটির সদস্য সাংবাদিক রতন সরকার, ইমরান হাসান টুটুল প্রমুখ।