করোনা: ভারতে একদিনে ১ লাখ ২৬ হাজারের বেশি শনাক্ত

ভ্যাকসিন নেওয়ার পর একটি টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘আজ এইমসে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিলাম। ভাইরাসকে হারানোর যে হাতেগোনা কয়েকটি উপায় আছে, তার অন্যতম হলো টিকাকরণ। আপনি যদি টিকা পাওয়ার যোগ্য হন, তাহলে ডোজ নিন। কো-উইনে রেজিস্ট্রার করে নিন। ’
তথ্যানুযায়ী দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৯ লাখ ১০ হাজার ৩১৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮৫ জনের। তবে করোনা মুক্ত হয়েছেন ৫৯ হাজার ২৫৮ জন। অন্যদিকে দেশটির মহারষ্ট্রে মোটেও করোনা দমন করা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের করোনা শনাক্ত হয়েছেন ৫৯ হাজার ৯০৭ জন। মোট শনাক্তের নিরিখে এরপরই রয়েছে কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের মতো দক্ষিণী রাজ্যগুলো।
এছাড়া দিল্লিতে একদিনে শনাক্তের সংখ্যা ৫ হাজার ৫০৬ জন। মধ্যপ্রদেশে ৪ হাজার ৪৩ জন। এদিকে ভোটের মধ্যে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা শনাক্তের সংখ্যা হয়েছে ২ হাজার ৩৯০ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম