Type to search

করোনা ও উপসর্গ নিয়ে পাঁচ জেলায় ৩৭ জনের মৃত্যু

জেলার সংবাদ

করোনা ও উপসর্গ নিয়ে পাঁচ জেলায় ৩৭ জনের মৃত্যু

অপরাজেয়বাংলা ডেক্স: ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে পাঁচ জেলায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু রাজশাহী বিভাগেই মারা গেছেন ১৭ জন।

২৪ ঘণ্টায় রাজশাহী জেলায় ১০, চাঁপাইনবাবগঞ্জে ৩, নাটোরে ২, নওগাঁ ও পাবনায় একজন করে মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৬ জন। এনিয়ে ৪০৫ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৬৮জন। এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৬৭টি নমুনা পরীক্ষায় ১৯৮জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৪২দশমিক ৩৯শতাংশ।

এদিকে, কুষ্টিয়ায় করোনায় আরো ৭ জনের মৃত্য হয়েছে। জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২১৮ জন। এছাড়া, ২৪ ঘন্টায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের হার ৪০ শতাংশ। এদিকে, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। এছাড়া, নতুন ৪২১ জন রোগী শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের হার ৩৪ দশমিক এক সাত শতাংশ। একদিনের ব্যবধানে মৃত্যু কমলেও শনাক্তের হার বেড়েছে। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত ৫৯ হাজার ৭শ’ ৩৭ জন। আর মারা গেছেন ৭শ’ ১০ জন। এছাড়া, সাতক্ষীরায় ৪ ও চুয়াডাঙ্গায় ৫ জনের মৃত্যু হয়েছে।সূত্র,ডিবিসি নিউজ