Type to search

করোনা ও উপসর্গে ৩১ জেলায় ১৩৩ জনের মৃত্যু

জেলার সংবাদ

করোনা ও উপসর্গে ৩১ জেলায় ১৩৩ জনের মৃত্যু

অপরাজেয়বাংলা ডেক্স: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে দেশের ৩১ জেলায় ১৩৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামের ১২ জন, কুমিল্লার ১১ জন, চাঁদপুরে ৫ জন এবং ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও কক্সবাজারের ৭ জন রয়েছেন।

এদিকে, রাজশাহী বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। এদের মধ্যে পাবনার ৩ জন, রাজশাহী, নাটোর ও নওগাঁর ২ জন করে এবং চাঁপাইনবাবগঞ্জের একজন রয়েছেন। মৃতদের ৩ জন করোনায়, ৪ জন উপসর্গ এবং ৩ জন নেগেটিভ হওয়ার পর মারা যান।

অন্যদিকে, খুলনা বিভাগে করোনায় মারা যাওয়া ২০ জনের মধ্যে খুলনার ৭ জন, যশোরে ৫ জন, মেহেরপুরে ৩ জন এবং কুষ্টিয়া, ঝিনাইদহ ও মাগুরায় ৫ জন রয়েছেন।

ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০ জন। এদের মধ্যে ময়মনসিংহের ৬ জন, নেত্রকোণার ২ জন এবং জামালপুর ও শেরপুরের ২ জন রয়েছেন।

এদিকে, সিলেট বিভাগে করোনায় মারা যাওয়া ২২ জনের মধ্যে সিলেটের ১৯ জন, হবিগঞ্জের ২ জন এবং মৌলভীবাজারের একজন রয়েছেন।

এছাড়া, বরিশাল বিভাগে মারা গেছেন ১৩ জন। এদের মধ্যে বরিশালের ৮ জন, ভোলার ৪ জন এবং পটুয়াখালীর একজন রয়েছেন। তাছাড়া করোনা ও উপসর্গ নিয়ে ফরিদপুরে ১৩ জন ও টাঙ্গাইলে ৪ জন মারা গেছেন।সূত্র,ডিবিসি নিউজ

Next Up