চট্টগ্রাম বিভাগ করোনায় ১০ জন মারা গেছেন। এর মধ্যে চট্টগ্রামের ৫ জন ও কুমিল্লার ৫ জন রয়েছেন।
এদিকেম রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাবনার ৩ জন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ২ জন করে এবং নাটোর, নওগাঁ ও চুয়াডাঙ্গার ৩ জন রয়েছেন। মৃতদের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত ছিলেন।
অন্যদিকে, খুলনা বিভাগে করোনা ও উপসর্গে ১০ জন মারা গেছেন। এর মধ্যে কুষ্টিয়ার ৭ জন, নড়াইলের ২ জন ও বাগেরহাটের ১ জন রয়েছেন।
এছাড়া, ময়মনসিংহে করোনা ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। আর সিলেট বিভাগে মারা যাওয়া ১২ জনের মধ্যে সিলেটের ১০ জন ও সুনামগঞ্জের ২ জন রয়েছেন।
এদিকে, বরিশাল বিভাগে ৪ জন মারা গেছেন। এর মধ্যে বরিশালের ৩ জন ও ভোলার ১ জন রয়েছেন।
তাছাড়া, রংপুরে বিভাগে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দিনাজপুরে ৩ জন, রংপুরের ২ জন এবং গাইবান্ধা, নীলফামারীর, লালমনিরহাটের ৩ জন রয়েছেন। এছাড়া, করোনা ও উপসর্গ নিয়ে ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন।
সূত্র,ডিবিসি নিউজ