চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মোঃ রহমত আলী (৪৫) করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। তিনি চৌগাছা পৌরসভার পাঁচনমনা গ্রামের আব্দুর রহিমের ছেলে। বুধবার (৮সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৩টায় তাঁর মৃত্যু হয়।
রহমত আলী ৯২ ব্যাচের চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ফার্স্টবয় ছিলেন। কৃতিত্বের সাথে এসএসসি পাশ করার পর মস্তিস্ক রোগে আক্রান্ত হয়ে কয়েকবছর পরে এইচএসসি পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে ইউনিয়ন পরিষদ সচিব হিসেবে চাকুরিতে যোগ দেন।
ঝিকরগাছার সাংবাদিকরা জানিয়েছেন, ‘চলমান করোনা পরিস্থিতিতে করোনা আক্রান্তদের বাড়িবাড়ি গিয়ে তিনি খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। তাঁরা আরও জানান রহমত আলী অল্পদিনেই ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের মানুষের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।’
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.