অপরাজেয় বাংলা ডেক্স- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বাবা-ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত হওয়ার পর বাড়ি থেকে পালিয়েছেন দুজনেই।
করোনা আক্রান্ত বাবা-ছেলের পালানোর খবর নিশ্চিত করেন মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর। তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্তের খবর পেয়ে ওই দুই ব্যক্তি (বাবা-ছেলে) বাড়ি থেকে পালিয়েছেন।
তিনি আরও জানান, মনসুর নগর ইউনিয়নের মাজনাবাড়ি গ্রামে বাবা-ছেলে বসবাস করতেন। করোনা আক্রান্ত বাবার বয়স ৬৪ বছর। তিনি একজন মুদি দোকানী। ছেলের বয়স ৩৫, তবে তিনি কী করতেন সে তথ্য দিতে পারেননি চেয়ারম্যান।
শুক্রবার সন্ধ্যায় এ ব্যাপারে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২২ এপ্রিল সর্দি জ্বর নিয়ে আক্রান্ত ওই দুই ব্যক্তি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সন্দেহ হলে সেখানকার চিকিৎসক তাদের রক্তের নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রিপোর্টে দুজনের শরীরেই করোনা পজিটিভ আসে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.