আবু হানিফ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধিতে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় ও উন্নয়ন সংস্থা বাঁধনের উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের বাগেরহাট দশানীস্থ ধানসিড়ি হোটেলের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ প্রদিপ কুমার বকসি। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজগার আলী। সভা পরিচালনা করেন বাঁধনের (এফোরআই) প্রকল্পের সম্বনয়কারী খোন্দকার মুশফিকুল ইসলাম রিতু। এছাড়াও সভায় বাঁধনের ইয়ূথ গ্রæপের ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।
সভায় বাঁধনের ইয়ুথ গ্রæপের সদস্যরা বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া, ষাটগম্বুজ ও খানপুর ইউনিয়নের ৬টি কমিউনিটি ক্লিনিকের সেবার মানের বর্তমান অবস্থার উপর জরিপের ফলাফল তুলে ধরে। এসময় তারা ক্লিনিকগুলোর সেবার মানের দূর্বল দিক গুলো তুলে ধরে সেগুলো সমাধানের জন্য উপস্থিত অতিথিদের প্রতি দাবী জানান।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.