কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের স্মরণে প্রকাশিত হলো স্মারকগ্রন্থ "স্মৃতিতে অলাম্ন"
৩১ মে যশোরের বিপ্লবী রাজনীতিক, লেখক, প্রগতিশীল চিন্তক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান কাবুলের ৫ম মৃত্যুবার্ষিকীতে কমরেড মোস্তাফিজুর রহমান কাবুল স্মৃতি পরিষদ যশোরের উদ্যোগে প্রকাশিত হলো স্মারক গ্রস্থ " স্মৃতিতে অম্লান "।
৩১ মে শনিবার বেলা ৪ টায় রেল রোডস্থ অনুশীলন পাঠাগারে স্মারক গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ।
স্মৃতি পরিষদের আহবায়ক শামীম বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব শ্যামল শর্মার সঞ্চালনে এক মিনিট নিরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনার সভার মধ্য দিয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠান সমাপ্ত হয়।
এ উপস্থিত উপস্থিত ছিলেন বাম নেতা খবির শিকদার, স্মৃতি পরিষদের সদস্য গাজী আব্দুল ওদুদ, কামাল উদ্দিন রানা, কার্তিক বিশ্বাস, নাজিম উদ্দিন, তপন রায়, মানিক সাহা, সুমন রায়, রমেন বিশ্বাস, শাহারিয়ার বাঁধন, সুমাইয়া শিকদার ইলা সহ যশোরের সুশীল- সামজিক ও বাম ধারার রাজনৈতিক ব্যাক্তিবর্গ। এ সময় তারা কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের জীবনী তুলে ধরে আলোচনা করেন।
বক্তারা বলেন, মোস্তাফিজুর রহমান কাবুল ২০২০ সালের ৩১ মে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। রাজনীতির পাশাপাশি তিনি বহুবিধ সামাজিক-সাংস্কৃতিক কাজে তিনি সরাসরি যুক্ত ছিলেন। একাধারে তিনি লেখক ও প্রগতিশীল সমাজচিন্তক হিসেবেও তাঁর কর্মের সাক্ষর রেখেছেন। বিশেষ করে যশোর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রগতিশীল রাজনৈতিক মহলে তিনি পরিচিত মুখ ছিলেন। ছিলেন যশোরের নানামুখী সামাজিক ও পেশাজীবী সংগঠনের সামনের সারির সংগঠক। পেশাগত জীবনে ব্যাংকার হিসেবে তিনি মৃত্যুর অল্প কিছুদিন আগে অবসর গ্রহণ করেন। যশোরের ঐতিহাসিক প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট এর নির্বাচিত পরিচালক হিসেবে পাঠাগার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন একাধিকবার। কপোতাক্ষ, ভৈরব, ভবদহ রক্ষা আন্দোলনসহ বিভিন্ন পরিবেশ আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। কমরেড কাবুল সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন আমৃত্যু। সর্বশেষ গত বছরের নভেম্বরে ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেসে তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। যশোরের শহিদ বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটির সদস্য সচিব ছিলেন তিনি। বহু প্রতিভার অধিকারী এই মানুষটিকে যশোরবাসী মনে রাখবে আজীবন৷
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.