অপরাজেয়বাংলা ডেক্স: ময়মনসিংহ নগরীর একটি গোরস্থানে কবর খুঁড়ে লাশের মাথার খুলি চুরি করার ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ জুন) দিবাগত রাতে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কেওয়াটখালীর পোল্ট্রির জামে মসজিদের গোরস্থানে এ ঘটনা ঘটে।
সরেজমিন গিয়ে দেখা যায়, গোরস্থানের তিনটি কবরের মাটি খুঁড়ে কঙ্কাল চুরি করা হয়েছে। তবে হাত-পায়ের কিছু হাড় মাটিতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের ধারণা, রাতে কবর খুঁড়ার সময় রাস্তার আশপাশের কেউ দেখে ফেলায় কিছু হাড় রেখেই পালিয়ে গেছে তারা।
এ বিষয়ে জামে মসজিদের ঈমান মাকসুদুর রহমান বলেন, ‘এমন ঘটনা এ গোরস্থানে প্রথম ঘটেছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’
স্থানীয় কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, ‘সকালে মসজিদের ইমাম আমাকে বিষয়টি জানান। এরপর পুলিশে খবর দেয়া হয়।’
কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’সূত্র,জাগোনিউজ২৪.কম
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.