
বিশেষ প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রজনতার ব্যানারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার এবং ভারতীয় আগ্রাসন দমনের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে এবিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি),যশোর জেলা শাখার প্রধান সমন্বয়ক নুরুজ্জামানের নেতৃত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মিছিলে অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি যশোর শহরের জেলা মডেল মসজিদ ও রেলগেট এলাকা থেকে শুরু হয়ে মুজিব সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা শরীফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার দাবি এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে,শহরের বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নেতারা বলেন, শরীফ ওসমান হাদী হত্যার ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।
সম্পাদনায়
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর

