ওরা জাতির জনককে হত্যা করে ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে – এমপি রণজিত কুমার রায়

শেখ আতিয়ার রহমান, নওয়াপাড়া
অভয়নগর থানার আয়োজনে মঙ্গলবার দুপুরে থানা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সাংসদ রণজিত কুমার রায় বলেন, ঘাতকেরা জাতির জনককে হত্যা করে বিশ^ ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। শেখ হাসিনার উন্নয়নকে অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করা উচিত। অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মুকিত সরকার, উপজেলা নিবার্হী কর্মকর্তা মেজবাহ উদ্দিন, অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলী আহম্মেদ খান বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান ডা: মিনারা পারভিন প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।