বিলাল মাহিনী : অসীম গগনে উড়ো জ্ঞানের রথে লওহে মাহফুজ ঘুরো আকাশ পথে। মহা কুদরতি কুরানের মহা কৌশলে মুসলিম পেয়েছিলো বিজ্ঞানের বলে। নেতৃত্ব দিয়েছিলো জ্ঞান বিজ্ঞানে ডুবরি নামিলো জলে জ্ঞান সন্ধানে। জল ও বায়ুতে নামে অগনিন রহমত শস্য ক্ষেতে ঝরে দেখো শত বরকত। লতায় পাতায় দুলে খোদার কুদরত জানলো জগৎবাসী কুরআন মারফত। রহস্য বিজ্ঞানের লাখো করছে বয়ান রব নামে তসবিহ জপে সারাটা জাহান। দেখে না কুরান খুলে নাস্তিক বে-ইমান কুরানে আছে কত বহুবিধ জ্ঞান। ধরাতে শীর্ষে যারা উঠেছিলো জ্ঞানে কুরান দূরে ঠেলে আজ বঞ্চিত সবখানে। জ্ঞানের বদ্ধ দুয়ার খুলো, হও আগুয়ান জাতিকে প্রভাত দেখাও, ওহে নওজোয়ান।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.