প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৪:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২১, ৫:২২ পি.এম
এ বছর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আশা পররাষ্ট্রমন্ত্রীর
অপরাজেয়বাংলাডেক্স
এ বছর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
রবিবার বছরের প্রথম কার্যদিবসে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, মিয়ানমারের ব্যবহারে ইতিবাচক পরিবর্তন হচ্ছে। আর আলোচনা অব্যাহত রাখার মাধ্যমেই সমাধান আসতে পারে।
মন্ত্রী বলেন, "রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাপানও আমাদের সহযোগিতা করবে। চীনের মতো জাপানকে নিয়ে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ত্রিপক্ষীয় উদ্যোগের চেষ্টা করছে বাংলাদেশ।"
ভাসানচর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, যেসব রোহিঙ্গা ওখানে গেছেন তারা উন্নত পরিবেশ দেখে খুবই খুশি। কয়েকটি দেশও এজন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে।