এ বছর এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ ছাড়াও মাদ্রাসা ও কারিগরি বোর্ডের মধ্যে পাসের দিক থেকে এগিয়ে আছে বরিশাল শিক্ষা বোর্ড।
এ বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ বলে জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড ছাড়া দেশের আরও আটটির ফলাফলে দেখা যায়, ঢাকা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ, রাজশাহী ৮৭ দশমিক ৮৯, কুমিল্লা ৭৮ দশমিক ৪২, যশোর ৮৬ দশমিক ১৭, চট্টগ্রাম ৭৮ দশমিক ২৯, সিলেট ৭৬ দশমিক ০৬, দিনাজপুর ৭৬ দশমিক ৮৭, ময়মনসিংহ ৮৫ দশমিক ৪৯, কারিগরি ৮৬ দশমিক ৩৫ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭ শতাংশ।
ঘোষিত ফলাফলে দেখা যায়, বরিশাল বোর্ডে এ বছর পাসের হার একই বোর্ডের গত বারের পাসের হারের চেয়ে শূন্য দশমিক ৫৭ বেশি। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ৬১ শতাংশ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.