সাংবাদিক শামীমকে হত্যার হুমক
যশোর জেলা সাংবাদিক
ইউনিয়নের উদ্বেগ
প্রেস বিজ্ঞপ্তি
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও এশিয়ান টেলিভিশনের যশোর প্রতিনিধি হাসিবুর রহমান শামীমকে সন্ত্রাসীরা হত্যার হুমকি দিয়েছে। গত ১১ অক্টোবর সন্ধ্যা ৬টায় মন্ত্রীর ভাগ্নে তন্ময় কুন্ডু পরিচয়ে শামীমকে হুমকি দেয়া হয়। এঘটনায় সাংবাদিক শামীম কোতয়ালী মডেল থানায় একটি জিডি করেছেন। যার নং-৯২০, তারিখ ১১/১০/২০২৩।
এদিকে সাংবাদিক হাসিবুর রহমান শামীমকে হত্যার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম। এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা এবং হত্যার হুমকির ঘটনাটি স্বাধীন গণমাধ্যমের পরিপš’ী। নেতৃদ্বয় এঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অপর এক বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী কমিটির সদস্য, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা এ.কে.এম গোলাম সরওয়ার এঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। একই সাথে নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.