অপরাজেয় বাংলা ডেক্স-পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. শাহাব উদ্দিন কোরেশী ও তাঁর স্ত্রী সৈয়দা আক্তার। ছবি : সংগৃহীত
এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. শাহাব উদ্দিন কোরেশীর স্ত্রী সৈয়দা আক্তার (৫৪) প্রাণ হারালেন।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা।
এদিকে অতিরিক্ত আইজিপি শাহাব উদ্দিন কোরেশীর ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহিন বলেন, ‘স্যার (শাহাব উদ্দিন) তো আমেরিকা আছেন। তিনি আগামীকাল সকালে আসবেন দেশে। তারপর সোমবার রাজারবাগ পুলিশ লাইনে ম্যামের (সৈয়দা আক্তার) প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে।’
মো. শাহিন আরো বলেন, ‘সৈয়দা আক্তারের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। চার ছেলে ও এক কন্যাসন্তানের জননী তিনি। পরিবার নিয়ে রাজারবাগের পুলিশ অফিসার্সের বাসভবন মেঘনায় বাস করতেন তিনি।’
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.