প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ৩:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৩, ২:৪৬ পি.এম
এখনো তোমায় খুঁজি

বিলাল মাহিনী
সেদিন বলেছিলে, 'লাঞ্চ শেষে কথা হবে'; সন্ধ্যায় বলেছিলে, 'রাতে ফ্রি হয়ে কল দেবে... এরপর 'পরে কথা হবে' বলে- সেই যে হারালে- মাস বছর যুগ পেরিয়ে গেল, তুমি আর কথা বললে না।
তাতে কী! আজও তোমায় খুঁজি পুকুর ঘাটে, কলপাড়ে, ঘেরপাড়ে, খালপাড়ে, কখনো জোনাকির আপসা আলোয়, কখনোবা জোছনার রূপালি আভায়।
তোমায় খুঁজি নির্জন রাতের গভীরে
খুঁজি স্বপ্নের রাজপথ ধরে
তারাদের মৃদু আলোতে
আরও খুঁজি চাঁদের উজ্জ্বল হাসিতে।
তোমায় খুঁজি প্রকৃতির শ্যামল অঙ্গনে
ক্লান্ত মনের ক্ষুধার্ত আহ্বানে
একলা ভুবনে, গোধূলি ধোঁয়ার মাঝখানে।
তোমায় খুঁজি পুষ্প কাননে, নীলিমার গহীনে, ভোরের স্নিগ্ধতায়,
খুঁজে ফিরি সূর্যোদয়ের আঙিনায়।
তোমায় খুঁজি তোমার প্রিয় বেলি ফুলের সুবাসে, কুয়াশার দেশে,
ক্লান্ত দুপুরে একাকীত্বে,
পড়ন্ত বিকেলে মন খারাপের বৃত্তে।
তোমায় খুঁজি কোটি মানুষের ভিড়ে,
জ্যামের শহরে
উত্তাল জোয়ার আর ভোরের শান্ত ভাটার কিনারে, দূর্গম পাহাড়ের অভ্যন্তরে,
বৃষ্টি আর ঝর্নার নহরে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.