প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৪:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৩, ৫:০২ পি.এম
এক বুক ব্যথা

বিলাল মাহিনী
চর্যা পদের দ্রোহ থেকে
তিতুমীর ক্ষুদিরাম হয়ে অমর একুশ
বীর বাঙালির আত্মত্যাগের অমর স্মৃতিগাঁথা মুক্তি সংগ্রাম,
'মাতৃভাষা বাংলা চাই' 'জয় বাংলা' স্লোগান,
ভাষা মুক্তির হাজারো গল্প কবিতা গান,
রাজপথে মিছিল সংগ্রাম
এখনো চলমান।
অবলীলায় সরলপ্রাণে বলতে চাওয়া কথা
মাগো, তুমি ছাড়া বোঝে না কেউ
ভাই হারানোর ব্যথা।
এখনো লেবাস পাল্টে
রঙিন টিকটকে
হিন্দি ডিজের ভাঁজে
কখনো আরজে সেজে
মায়ের বুলিকে বিব্রত-বিকৃত করতে চায় গাধা খচ্চরের দল
ওরা জানোয়ার, ওরা হায়েনা
ওরাই ভিনদেশি দালাল,
ওরা লোভী,
ওদের কাছে কুত্তা-বিলাই সব হালাল।
ওরা আমার মায়ের ভাষা
শাড়ীর আচল-ঘোমটা কেড়ে নিতে চায়,
নগ্ন করে দিতে চায় ভাষা সংস্কৃতি সভ্য সভ্যতা,
তালগোল পাকিয়ে খচ্চরি ভাষা বানাতে চায় বাংলাকে,
আমার মায়ের ভাষাকে।
বাঙালি, আর কতো সইবে বারুদের ঘ্রাণ? উত্তপ্ত তাম্র খড়ম?
কবে বুক ভরে নিঃশ্বাস নেবে দোয়েল শ্যামা কোকিল?
কবে খুলবে চঞ্চু তালা
যাবে বুকের জ্বালা?
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.