কবিতা: একুশ মোদের মুখে
ইমরান বিন বোরহান
একুশ এলেই মনে পড়ে
বাংলা ভাষার মান!
সকাল হতেই পুষ্প হাতে
কন্ঠে ভাষার গান।
নগ্ন পদে যাই ছুটে
শহিদ মিনার পানে
রক্ত ঝরার দৃশ্য দেখি
আপন-আপন মনে।
শোক র্যালি আর বক্তৃতাতে
তারই ফলন ঘটাই
বাংলা ছাড়া অন্য সকল
ভাষা হবে ছাটাই।
দুদিন পরেই সব ভুলে যাই
হিন্দিতে গাই গান!
স্মার্ট হতে ইংরেজীতে
বাঁচাই নিজের মান।
আবেগ আছে ভাষার প্রতি
অন্তরে নয়, মুখে
এরই জন্য সোনার ছেলে
বুলেট খেলো বুকে?
সালাম,রফিক,বরকত ওহে
জাগো দামাল ছেলে
পথ হারাতে চাইবে না কেউ
তোমরা এগিয়ে এলে।
লেখক: ইমরান বিন বোরহান
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.