প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৫:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৩, ৫:৪৫ পি.এম
একলা পাখি

বিলাল মাহিনী
মনের বেতারে এখন
বাজে না গান
হাজার গানের ভেলায়
আসে না তান।
পুষ্প কাননে আর
ফোটে না ফুল
জল ঢেলে কী লাভ
পঁচে গেছে মূল!
ভোরের কুসুম আকাশ
ঢেকে গেছে মেঘে
উদাস রাতের আঁধার
একা আছে জেগে।
নিভে গেছে যেনো
আকাশের তারা সব
নদী মরে মরে
হয়েছে দেখো নিরব।
অপেক্ষার প্রহর শেষ
নেই আর আশা
একলা পাখি খাঁচায়
নেই ভালোবাসা।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.