Type to search

একলা পাখি

সাহিত্য

একলা পাখি

বিলাল মাহিনী
মনের বেতারে এখন
বাজে না গান
হাজার গানের ভেলায়
আসে না তান।
পুষ্প কাননে আর
ফোটে না ফুল
জল ঢেলে কী লাভ
পঁচে গেছে মূল!
ভোরের কুসুম আকাশ
ঢেকে গেছে মেঘে
উদাস রাতের আঁধার
একা আছে জেগে।
নিভে গেছে যেনো
আকাশের তারা সব
নদী মরে মরে
হয়েছে দেখো নিরব।
অপেক্ষার প্রহর শেষ
নেই আর আশা
একলা পাখি খাঁচায়
নেই ভালোবাসা।