Type to search

এইআই (AEI) বনাম এআইএস  &সি (AIS&C) চার দলীয় ফ্রেন্ডশীপ ক্রিকেট টুর্নামেন্টের ২য় ম্যাচ অনুষ্ঠিত

অভয়নগর

এইআই (AEI) বনাম এআইএস  &সি (AIS&C) চার দলীয় ফ্রেন্ডশীপ ক্রিকেট টুর্নামেন্টের ২য় ম্যাচ অনুষ্ঠিত

সৈয়দ আরাফাত হোসেন (তাজ) অভয়নগর (যশোর) প্রতিনিধি: আলহামদুলিল্লাহ, আকিজ গ্রুপের মাননীয় চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি) মহোদয়ের নির্দেশনা মোতাবেক আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে চারদলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপাধ্যক্ষ মহোদয় সহ সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলীদের উপস্থিতিতে উক্ত আয়োজনের অংশ হিসেবে দ্বিতীয় ম্যাচে আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর এসএসসি পরীক্ষার্থী ২০২১ দল বনাম দশম শ্রেণীর শিক্ষার্থী দলের নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচটি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীর ২০২১ দলটি ১২ ওভারে ৫ ইউকেট হারিয়ে সর্বমোট ১০৭ রান সংগ্রহ করে। অন্যদিকে ফিল্ডিং শেষে আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ দশম শ্রেণির শিক্ষার্থীদের দলটি ১০৮ রানের টার্গেটে খেলতে নামে । এমত অবস্থায় দশম শ্রেণীর দলটি ২ ওভার হাতে রেখে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। অর্থাৎ দশম শ্রেণীর দলটি ৭ উইকেটে জয় লাভ করে। আজকের খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের সৈয়দ সজিব হোসেন। উক্ত প্রথম এবং দ্বিতীয় পর্বের খেলা থেকে আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ দশম শ্রেণি দলটি বনাম আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের হাজী মোহাম্মদ মহাসিন হল দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে আকিজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয় নিজে উপস্থিত থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য নিজ হাতে পুরস্কার বিতরণ করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উল্লেখ্য উক্ত দুই প্রতিষ্ঠানের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সম্ভাব্য আগামী ২৬ শে মার্চ ২০২১ ইং তারিখে।