Type to search

উন্নয়নের কথা আমাকে জানাতে হবে না ছদ্ববেশে ঘুরে সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো – এনামুল হক বাবুল

অভয়নগর

উন্নয়নের কথা আমাকে জানাতে হবে না ছদ্ববেশে ঘুরে সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো – এনামুল হক বাবুল

আমিরুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৪ আসন(অভয়নগর-বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) থেকে আ.লীগের মনোনিত প্রার্থী এনামুল হক বাবুল বলেন, আমি পৌরসভার মেয়র থাকা কালিন এলাকা ঘুরে ঘুরে সমস্যা চিহ্নিত করতাম। রাতে শুয়ে পরিকল্পনা করতাম কিভাবে ওই সব সমস্যা দূর করা যায়। আমি নির্বাচিত হলে একই ভাবে এলাকা ঘুরে সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।
তিনি বৃহস্পতিবার সকালে নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডে গণসংযোগ কালে ধোপাদী নতুন বাজারে এক পথ সভায় এসব কথা বলেন। এর আগে তিনি ওই ওয়ার্ডের পাগলীর মোড় বাজার, চাষীক্লাব বাজার, দপ্তরী পাড়া, ফিল্লার মোড়, ইসলাম পাড়া ও ধোপাপাড়া মোড়ে অবস্থান কালিন জনগণের সাথে গণ সংযোগ করে ভোট প্রার্থনা করেন। পরে তিনি জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাবেক সাংসদ এম এম আমিন উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাত করেন ও তার কাছে দোয় প্রার্থনা করেন। এসময় তার সফর সঙ্গী হিসাবে ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সুশান্ত দাস শান্ত, জেলা পরিষদেও সদস্য ও উপজেলা আ.লীগৈর যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রউফ মোল্যা, বিশিষ্ট শ্রমিক নেতা রবিন অধিকারী ব্যাচা, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, উপজেলা আ.লীগ নেতা জাহাঙ্গীর আলম, লায়লা খাতুন, উপজেলা আ.লীগৈর শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সরদার, ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি মোতালেব হোসেন ফারাজী,ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহবায়ক তালিত হোসেন, কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল প্রমুখ