ঈদের দিন সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

মিঠুন দত্ত
নওয়াপাড়ায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক দুর্ঘটনায় মাহিয়া সুলতানা (৩)নামে এক শিশুর মৃত্যু।
মঙ্গলবার সকাল ১২ টার দিকে হাসপাতাল সড়কে খন্দকার কমপ্লেক্সে সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিয়া সুলতানা (৩) উপজেলার বুইকারা গ্রামের ইব্রাহিম শেখ ছোট মেয়ে। ইব্রাহিম শেখের তিন ছেলে এক মেয়ে।
তিনি জানান, ঈদের দিন পার্শ্ববর্তী প্রতিবেশীর সাথে তার মেয়ে ঘুরতে বের হলে হাসপাতাল রোড দিয়ে খন্দকার কমপ্লেক্সে সামনে গিয়ে হঠাৎ করে শিশু মাহির দৌড় দেয়,এসময় শ্যামলে ভাটার দিক দিয়ে ব্যাটারি চালিত ইজি বাইকের সাথে সজোরে ধাক্কা লেগে রাস্তায় পরে যায়। এসময় বাইকের চালক তাকে সাথে সাথে হাসপাতেল নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শোভন বিশ্বাস তার অবস্থার অবনতি দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। হাসপাতালে যাওয়ার পথে সে মৃত্যুবরণ করে।
ReplyForward
|