ই–অরেঞ্জের সঙ্গে যুক্ত পুলিশ পরিদর্শক সোহেল রানা ভারতে আটক

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান আজ বিকেলে প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার অফিস করেছেন সোহেল রানা। গতকাল ও আজ তিনি থানায় আসেননি। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, গণমাধ্যমে থেকে জেনেছেন, তিনি নেপাল-ভারত সীমান্তে বিএসএফর হাতে আটক হয়েছেন। তবে এখনো তা নিশ্চিত হতে পারেননি।
গুলশান ও বনানী থানার কর্মকর্তারা বলছেন, বিএসএফের হাতে আটক হওয়া ব্যক্তি বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা।
সূত্র,প্রথমআলো