Type to search

ইমাম ও ওলামাদের সাথে যশোর জেলা পুলিশ সুপারের মতবিনিময়

যশোর

ইমাম ও ওলামাদের সাথে যশোর জেলা পুলিশ সুপারের মতবিনিময়

বিলাল মাহিনী

যশোরের সকল উপজেলার ইমাম ও ওলামাদের সাথে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার। ২৫ সেপ্টেম্বর ২০২১ সকাল ১১.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে যশোর জেলা ও বিভিন্ন উপজেলার ইমাম এবং ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের মতবিনিময় সভা করেন।

পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকল ইমাম এবং ওলামা পরিষদের নেতৃবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহাংগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা(ডিএসবি), যশোর, জনাব মোঃ মসিউর রহমান, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র), ডিআইও-১, জেলা বিশেষ শাখা, যশোর, জেলা ইমাম এবং ওলামা পরিষদের নেতৃবৃন্দের মধ্যে  বক্তব্য রাখেন মাওলানা আনোয়ারুল করিম যশোরী, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা নাছির উল্লাহ, মাওলানা মাসুম বিল্লাহ নোয়াপাড়া, মাওলানা আসাদুল্লাহ,মাওলানা  রশিদ আহমাদ  সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।