একেএম কামাল উদ্দিন টগর ,নওগাঁ জেলা প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের উপর হামলাকারী দোষীদের বিচারের দাবীতে নওগাঁর মহাদেবপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকাল সাড়ে ১০ টায় মহাদেবপুর বাসষ্টান্ডে এ মানববন্ধনে সর্বস্থরের মানুষ অংশ গ্রহন করেন।
বক্তারা ইউএনও ওয়াহিদার উপর হামলাকারী যুবলীগ নেতাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করে বলেন, অন্যায়ের সাথে আপোস না করায় ইউএনও ওয়াহিদাকে হত্যা চেষ্টা করা হয়েছে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে বিচার করার আহবান জানানো হয় মানববন্ধনে।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ওয়াহিদার স্বজনসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউএনও ওয়াহিদার জন্মভুমি নওগাঁর মহাদেবপুর উপজেলার দুলালপাড়া গ্রামে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.