আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,
অভয়নগরের আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত ৮দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ গতকাল বিকেলে প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়েছে। আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সুভাষ রায়ের সভাপতিত্বে টুর্ণামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিল, মাগুরা শান্তিলতা বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি মন্ডল, বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কান্তি মল্লিক, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিন্টু কুমার রায়সহ পরীক্ষা কেন্দ্রের আওতাধীন বিদ্যালয়গুলোর শিক্ষক কর্মচারীবৃন্দ। ফাইনাল ম্যাচে বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাগুরা শান্তিলতা বহুমুখি মাধ্যমিক বিদ্যালকে ৫-১ গোলের ব্যবধানে পিছনে ফেলে নিজেদের বিজয় অর্জন করে। বিচারকদের বিচারে খেলায় ম্যান অফ দ্যা সিরিজ বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শরিফুল ইসলাম, ম্যান অফ দ্যা ম্যাচ মাগুরা শান্তিলতা মাধ্যমিক বিদ্যালয়ের তামিম হোসেন, সর্বোচ্চ গোলদাতা বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শরিফুল ইসলাম, সেরা গোল রক্ষক সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল এন্ড কলেজের শান্তনু বিশ^াস, সর্ব কনিষ্ঠ ভালো খেলোয়াড় সড়াডাঙ্গা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের সৈকত মন্ডল নির্বাচিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে টুর্ণামেন্টের সকল আয়োজন শেষ হয়।