
অনলাইন ডেস্কঃ আশুরা উপলক্ষ্যে ইরাকের কারবালায় ইমাম হোসেন ও ইমাম আব্বাসের মাজারে জড়ো হয়েছেন হাজারো শিয়া মুসলিম।
ইমাম হোসেনের শাহাদাত স্মরণে তাজিয়া মিছিল বের করেন তারা। এ সময় নিজেদের শরীরে ছুরির গোছা দিয়ে আঘাত করতে থাকেন। মাতম করেন, ইয়া হোসেন, ইয়া হোসেন বলে।
পাকিস্তানে কড়া নিরাপত্তায় শোক মিছিল করেন, শিয়া মুসলমানরা। নিরাপত্তার অংশ হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে কাউকে কাউকে তল্লাশি করে, আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশি কড়া পাহাড়ায় ভারতের কাশ্মিরেও তাজিয়া মিছিল হয়েছে। তবে, বৈশ্বিক মহামারির কারণে, অনেকে ঘরে বসেই ইবাদত-বন্দেগিতে দিনটি পালন করেন।