Type to search

আল ফাত্তাহ ট্যুরস্ অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে অভয়নগরে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয়

আল ফাত্তাহ ট্যুরস্ অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে অভয়নগরে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে আল ফাত্তাহ ট্যুরস্ অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে শতাধিক হজ্বযাত্রী অংশগ্রহণে হজ্ব প্রশিক্ষণ  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আবু লুবাবা হজ্ব প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ও নওয়াপাড়া বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান ব্রাদার্স ট্রেডিংয়ের সৌজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৭ মে) দুপুরে নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসা সংলগ্ন ‘তরু’স কিচেনে’ অনুষ্ঠিত হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, অভয়নগর ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা গোলাম মওলা। অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে হাজ্বযাত্রীদের প্রশিক্ষণ প্রদান করেন, আলহাজ্ব মাওলানা মাসুম বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন, পীরজাদা আলহাজ্ব শাহ্ জুনায়েদ আহমেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ব্রাদার্স ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হাফেজ নাঈমুল হাসান জনি, শিক্ষক মুফতি ইউসুফ আলী, মাওলানা ইসমাইল হোসেন রহমানি, মুফতি মুর্তজা, আল আরাফা ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত শিক্ষক ইসরাইল বিশ্বাস, মাওলনা মিজবাহ উদ্দিন, মাওলানা বুরহান উদ্দিন, নোয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিকের মালিক বাশার ভুইয়া প্রমুখ।
প্রশিক্ষণ শেষে সম্মানিত হজ¦যাত্রীদের হাতে পার্সপোর্ট, ভিসা, বিমানের টিকিটসহ প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর ও বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ ব্যাপারে প্রধান প্রশিক্ষক মাওলানা মাসুম বিল্লাহ জানান, ইসলামের অন্যতম ফরজ বিধান পবিত্র হজে¦র দাওয়াত পৌঁছানো, হজ্বযাত্রীদের বিভিন্ন হয়রানি প্রতারণা ও বিড়ম্বনা হতে রক্ষা করা। হজ্বের তাৎপর্য স্মরণ করিয়ে আমলী জীবনে যথাযথ বাস্তবায়নের প্রচেষ্টাসহ সেবামূলক কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে হাজীদের খেদমত করা হচ্ছে।
তিনি আরো জানান, হারাম শরীফের নিকটে স্টারমানের হোটেল আবাসন, তিনবেলা রুচিসম্মত দেশি খাবার পরিবেশন, মিনা মুজদালিফা আরাফা জামারাসহ হজ্বের যাবতীয় আমল সঠিকভাবে সম্পাদন করা, ঐতিহাসিক স্থান পরিদর্শন। এসব সুবিধার জন্য প্রতি বছর অভয়নগরসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী, আলেম ওলামা, মসজিদের ইমামসহ সাধারণ মুসল্লীগণ আবু লুবাবা হজ্ব কেন্দ্রের মাধ্যমে সঠিক ও সুন্দরভাবে হজ্ব সম্পন্ন করে আসছেন।