Type to search

আলো আঁধারের ভেলা

সাহিত্য

আলো আঁধারের ভেলা

আলো আঁধারের ভেলা
বিলাল মাহিনী-

একগাদা অন্ধকারের ওপর দাঁড়িয়ে আছি
নীল সমুদ্র তরঙ্গে নিত্য ডুবি ভাসি।

প্রবাল ঢেউগুলো আছড়ে পড়ে
একের ওপর এক,
কালো মেঘেরা পাখা মেলে
দিগন্তের দিগ্বিদিক।

অক্টোপাশে বাঁধা জীবন শৈবাল
চারিদিকে শুধুই আঁধার,
প্রিয়র কপলে অশ্রু খাল
অথৈ এপার-ওপার।

আকাশে আজ চিল শকুনের বাস
জীবদেহে মৃত হৃদ কঙ্কাল,
তবু তোমার গহীনে খুঁজি
রোমাঞ্চিত বিকাল।

দূর হতে বহু দূরে ঠিকানা বিহীন নিড়ে
ছুটে যাই অন্ধকারে, আঁধার ভেলায় চড়ে।