স্টাফ রিপোর্টার : গতকাল অভয়নগরের সুন্দলী বাজার চৌরাস্তামোড়ে বিকাল ৪টায় আমডাঙ্গা খাল সংস্কারের লক্ষ্যে এক হাটসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আ’লীগ সুন্দলী ইউনিয়ন শাখার সভাপতি অধীর কুমার পাঁড়ে। এসময় হাটসভায় উপস্থিত ছিলেন সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সুন্দলী ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক পরিতোষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক দীনেশ বিশ্বাস ও সমীরণ সরকার, সুন্দলী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি অনিমেষ বিশ্বাস, সাধারণ সম্পাদক অমর বিশ্বাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নৃপেন্দ্রনাথ বিশ্বাস ও অব: শিক্ষক চিত্তরঞ্জন বিশ্বাস, ইউপি সদস্য প্রকাশ বিশ্বাস প্রমূখ। সভায় বক্তারা আগামী ৩০ নভেম্বর সোমবার সকালে আমডাঙ্গা খালে আবারও স্বেচ্ছাশ্রমে কাজ করার জন্য বলাবদ্ধ এলাকার জনগণকে আহ্বান করে বক্তৃতা করেন এবং শুভাকাঙ্খিদের সহযোগীতা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.