
যশোর প্রতিনিধিঃআব্দুস সালাম লিটন
সোমবার আনুমানিক রাত ৮ টার দিকে খুলনার আফিল গেটের রেল ক্রসিং এ ট্রেন ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতদের মধ্যে যশোর জেলার ০৩ জন, খুলনা জেলার ০৫ জন এবং মৃত ব্যক্তি ঝিনাইদহ জেলার বলে জানা গেছে।
দুর্ঘটনায় আঘাত প্রাপ্তিস্থান সহ আহত ও নিহত ব্যক্তিদের নামের তালিকায় রয়েছেন সাদমান (৬), পিতা- সুমন, সাং- নওয়াপাড়া, থানা- অভয়নগর, জেলা- যশোর।আঘাত প্রাপ্ত স্থান- বাম পায়ে আঘাত। মারুফ (১৭), পিতা- হাফিজুর, সাং- শেখ হাটি, থানা- সদর, জেলা- যশোর।আঘাত প্রাপ্ত স্থান- বাম পায়ে হাঁটুর নিচে আঘাত। মিন্টু (৪৫), পিতা- মোশারফ, সাং-হাটবাটি, থানা- বটিয়াঘাটা, জেলা- খুলনা।আঘাত প্রাপ্ত স্থান- ডান পায়ের হাটুর নিচে আঘাত।শেখ সাইদুল আজম(৫০), পিতা- মৃত শেখ রুস্তম আলী, সাং- গাইকুড়, থানা- আড়ংঘাটা, খুলনা মহানগরী।আঘাত প্রাপ্ত স্থান- বাম পায়ে আঘাত।সোহেল(৩৪), পিতা- আব্দুর রহিম, সাং- বাস্তহারা, থানা- খালিশপুর, খুলনা মহানগরী।আঘাত প্রাপ্ত স্থান- ডান হাতে আঘাত।লাবণ্য(১৫), পিতা- আশিষ, সাং- কাশদিয়া, থানা- রুপসা, জেলা- খুলনা।আঘাত প্রাপ্ত স্থান- বাম পায়ে আঘাত।
(৭) বিপ্লব(২৬), পিতা- রনজিৎ পাল, সাং- দৌলতপুর, থানা- দৌলতপুর, খুলনা মহানগরী।আঘাত প্রাপ্ত স্থান- বাম পায়ে আঘাত। মাহমুদ হোসেন(৪০), পিতা- ইয়াকুব মোল্লা, সাং- বসুন্দিয়া, থানা- কোতয়ালী, জেলা- যশোর।আঘাত প্রাপ্ত স্থান- বাম পায়ে আঘাত।মৃত ব্যক্তির নামঃ*মোঃ শহিদুল ইসলাম খান(৬৫), পিতা- মৃত আসমত আলী খান, সাং- খাজুরা পূর্বপাড়া, থানা- সদর, জেলা- ঝিনেইদহ।

