প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৪:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ৭:১০ এ.এম
আন্দোলনে হামলাকারীদের গ্রেফতার দাবিতে নড়াইলে বিক্ষোভ

নড়াইল প্রতিনিধি
গত ৪ আগস্ট নড়াইলে সংঘটিত ছাত্র আন্দোলনে হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও আন্দোলন দমনে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নড়াইল জেলা শাখার উদ্যোগে মিছিলটি শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে প্রেসক্লাব চত্বর হয়ে পুনরায় টার্মিনালে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত বিক্ষোভে তিন শতাধিক ছাত্রজনতা অংশগ্রহণ করে।
উক্ত সমাবেশ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেন সংগঠনটির জেলা কমিটির সংগঠক মিনহাজুল ইসলাম। দাবিগুলো হলো- এক. অবিলম্বে নড়াইলের ছাত্র আন্দোলনে হামলাকারী ও হুমকিদাতাদের গ্রেফতার করতে হবে, দুই. দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করতে হবে। তিন. হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। চার. ছাত্র আন্দোলন দমনে ব্যবহৃত অবৈধ অস্ত্র দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করতে হবে। পাঁচ. গ্রেফতারের নামে নিরীহ লোকদের হয়রানি না করার বিষয়টি নিশ্চিত করতে হবে।
উক্ত সমাবেশে সংগঠনটির আহ্বায়ক রাফায়েতুল হক তমালের সভাপতিত্বে ও সদস্য সচিব শাফায়াত উল্লাহ'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নড়াইল জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক মোঃ তুহিন মোল্যা, সংগঠক মিনহাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী ও ছাত্রনেতা হাসিবুর রহমান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.