আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

শ্যামল দত্ত চৌগাছা থেকেঃ
যশোরের চৌগাছা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এবার প্রতিপাদ্য বিষয় ” ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরাসন” বুধবার (৮মার্চ) সকাল ১০ টার সময়
উপজেলা পরিষদ সভাকক্ষ আন্তর্জাতিক নারী দিবসে
এক আলোচনা সভায় উপজেলা ভূমি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস সভাপতিত্ব ও অশ্রুমোচন নারী ও শিশু উন্নয়ন সংস্থার সুমিত্রা সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. অধ্যক্ষ মোস্তানিছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা মৎস্য অফিসার হরিদাশ কুমার দেবনাথ,যুব উন্নয়ন ফিসার সুভাষ চন্দ্র চক্রবর্তী, স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার,ইপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, প্রাথমিক বিদ্যালয়ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।