আট পা-ওয়ালা এক অদ্ভুত ছাগলের বাচ্চা জন্ম

অপরাজেয় বাংলা ডেক্স
যশোরে আট পা-ওয়ালা এক অদ্ভুত ছাগলের বাচ্চা জন্ম নিয়েছে। তবে ওই ছাগলা ছানাটি জন্মের এক ঘণ্টার মধ্যেই মারা যায়। তারপরও উৎসুক জনতা অদ্ভুত ছাগল ছানাটি দেখতে ভীড় করছেন সদর উপজেলার মানিকদিহি গ্রামের সরোয়ার হোসেনের বাড়িতে।
আজ সোমবার (১১ জানুয়ারি) ছাগল ছানাটি জন্ম নেয়।
ওই গ্রামের সাব্বির রহমান জানান, আজ সকাল সাড়ে দশটার দিকে মানিকদিহি গ্রামের সরোয়ার হোসেনের পোষা কালো রঙের একটি ছাগল বাচ্চা প্রসব করে। ভূমিষ্ট ছাগল ছানাটি চার পায়ের পরিবর্তে আট পা নিয়ে জন্ম নেয়। বিষয়টি তাৎক্ষণিক প্রতিবেশিদের মাধ্যমে মানিকদিহি গ্রামসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর ছাগল ছানাটি দেখতে উৎসুক মানুষের ভীড় বাড়তে থাকে সরোয়ার হোসেনের বাড়িতে।
সাব্বির রহমান আরো বলেন, তিনিও খবর পেয়ে ছাগল ছানাটি দেখতে যান। তবে ততক্ষণে ছানাটি মারা যায়। সরোয়ার হোসেন তাকে জানিয়েছেন জন্মের এক ঘন্টার মধ্যেই ছাগল ছানাটি মারা যায়।
মা ছাগলটি তার প্রথম প্রসবেই এ অদ্ভুত ছানার জন্ম দিয়েছে। মৃত ছাগল ছানাটি দেখতে মানুষের ভীড় বাড়ায় দুপুর একটা পর্যন্ত বাড়ির উঠোনে রাখা ছিল। দুপুরের পর ছানাটি মাটি চাপা দেওয়া হবে বলে জানিয়েছেন সরোয়ার হোসেন।
এ বিষয়ে যশোর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল আলম জানান, গর্ভধারণের সময় একাধিক শুক্রাণু গর্ভাশয়ে প্রবেশ করার ফলে অস্বাভাবিক বাচ্চা জন্ম নেয়। এ ধরনের বাচ্চা অনেক সময় জন্মের পরপরই মারা যায়। আবার কিছু বাচ্চা বেঁচে গেলেও তারাও অল্প দিনের ব্যবধানে মারা যায়। এ ধরনের ঘটনা মানুষের ক্ষেত্রেও হয়ে থাকে বলে জানান তিনি।সূত্র, সুবর্ণভূমি