আজ সাংবাদিক কন্যা তারিসা তাজিন এর ৭ম জন্মদিন

এইচ,এম,জুয়েল রানা ঃ অপরাজেয় বাংলা নিউজ পোর্টালের সম্পাদক ও অভয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়ার সাংবাদিক কামরুল ইসলাম এর একমাত্র কন্যা তারিসা তাজিন ৭ম শুভ জন্মদিন আজ। আজকের এই দিনে পৃথিবী আলো করে তার মা-বাবার কোলজুড়ে জন্ম নিয়েছিল তারিসা তাজিন।
তারিসা তাজিন এর এই শুভ জন্মদিনে তার দীর্ঘায়ৃু কামনা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন অভয়নগর, প্রেসক্লাবের সভাপতি চৈতন্য কুমার পাল, শেখ আতিয়ার রহমান, যুগ্ন সাধারন সম্পাদক কাজী ইস্তিয়াক আহমেদ রনি, এইচ,এম,জুয়েল রানা, মোঃ মিজানুর রহমান, আমানুল্লাহ্ আমান, মিঠুন দত্ত, শেখ আব্দুল হালিম বাপ্পি, শেখ জাকারিয়ার রহমান।