
ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা
আজ মঙ্গলবার, মহাসপ্তমী। মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে অর্থাৎ ষোলটি উপাদান দিয়ে দেবীর পূজা সম্পন্ন করা হবে। এছাড়াও, সকালে দেবী দুর্গার চক্ষুদান করা হয়। এরপর ভক্তরা দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করবেন।
সোমবার (১১ অক্টোবর), ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।ষষ্ঠীপূজার মাধ্যমে দেবীকে আসনে আসীত করা হয়।
গতবছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সীমিত আকারে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হলেও সীমিত আকারে করা হলেও এবছর তা শিথিল করা হয়েছে।
আগামীকাল দেবীর মহাঅষ্টমী পূজা সন্ধিপূজা। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বিহিত পূজার মাধ্যমে হবে দেবীর মহানবমী পূজা। শুক্রবার (১৫ অক্টোবর) সকালে দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবছরের দুর্গোৎসব।
সূত্র,dhakatribune বাংলা
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.