Type to search

আজ বিশ্ব আবহাওয়া দিবস

জাতীয়

আজ বিশ্ব আবহাওয়া দিবস

এ বছরের প্রতিপাদ্য হচ্ছে ‘সমুদ্র আমাদের জলবায়ু ও আবহাওয়া’। দিবসটি উপলক্ষে ২০২১-৩০ পর্যন্ত সময়কে সমুদ্র দশক ঘোষণা করেছে জাতিসংঘ।

এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপআির) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থায় ১৯১টি সদস্য দেশ রয়েছে। স্বায়ত্ত্বশাসিত অঞ্চলগুলো প্রতিবছর আবহাওয়া ও জলবায়ুর গুরুত্বকে তুলে ধরার লক্ষ্যে বিশেষ মর্যাদায় ২৩শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালন করে।

বিশ্ব আবহাওয়া সংস্থা প্রতিবছর দিবসটি পালনের জন্য বাস্তব ও সময়োপযোগী একটি প্রতিপাদ্য বিষয় নির্বাচন করে থাকে।

প্রতিবছরের মতো এবারো আবহাওয়া অধিদফতর দিবসটি পালনে নানা উদ্যোগ নিয়েছে। আগারগাঁওয়ে আবহাওয়া অফিসের প্রধান কার্যালয়ে আবহাওয়া বিষয়ে বিভিন্ন যন্ত্রাংশ ও প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হবে। স্বাস্থ্যবিধি মেনে এ আয়োজন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

দিবসটি উপলক্ষে দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ হয়েছে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে এ বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান হবে। এছাড়া ঢাকা, কক্সবাজার, খেপুপাড়া, রংপুর ও মৌলভীবাজারের অপারেশনাল ইউনিট ও রাডার স্টেশনগুলো প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।সূত্র, DBC বাংলা