আজব দেশ

বিলাল মাহিনী : ডিজিটাল এই বাংলাদেশে আজব পরিবেশ মাস্কগুলো সব গলায় পরা করোনায় ভরা দেশ!
শ্রমজীবী কুলি মুজুর কষ্টে যখন মরে ক্ষুধার জ্বালা না মিটিয়ে পুলিশ তারে ধরে।
দুর্নীতি আর দুঃশাসনে ভরছে আমার দেশ জোশের ঠ্যালায় হুজুর কেবলা গলা ফাটায় বেশ!
চাঁদের দেশে গড়ছে বাড়ি অর্থ-কড়ি লুটে গরিব আরো হচ্ছে গরিব মুটের ছেলে মুটে।
চোরে চোরে একই সাথে উন্নয়নের অজুহাতে কলমের দু’ খুঁচা মেরে করছে আত্মসাৎ
আমলা নেতা ভরছে পকেট পোলার ভবিষ্যৎ!
অসহায়ের বেদনার ঢেউ উঠছে কেঁদে মরে প্রতিহিংসার আগুন জ্বলে নিশীথ অন্ধকারে।
বৈষম্যের আকাশ যেনো ঘন কালো মেঘে উত্তরের পাগলা হাওয়া আসছে দারুণ বেগে।
আমার শ্রমিক খাচ্ছে গুলি মামলাও তার গলে
মা মেয়ে বৌ পরিবার সব পেটের ক্ষুধায় জ্বলে বন্দীশালার প্রতিবাদি কাঁদছে কারাগারে জীবন প্রদীপ জ্বলে-নিভে যায় যে বারে বারে। আজব আমার বাংলাদেশ কালো ধোঁয়ায় ভরা তবুও সবুজ শ্যামল দেশটা আমার সকল দেশের সেরা। ধর্মান্ধতা দূর হোক শান্ত হোক এই দেশ স্বাধীনতা সবার হোক উন্নত পরিবেশ।