Type to search

আগামী ৭ সেপ্টেম্বর লোহাগড়া বাজার বনিক সমিতির ত্রি -বার্ষিক নির্বাচন 

অপরাধ

আগামী ৭ সেপ্টেম্বর লোহাগড়া বাজার বনিক সমিতির ত্রি -বার্ষিক নির্বাচন 

নড়াইল প্রতিনিধি
নড়াইলের ঐতিহ্যবাহী  লোহাগড়া বাজার বনিক সমিতির ত্রি বার্ষিক কার্যনির্বাহী পর্ষদ  নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। রবিবার বিকালে নির্বাচন পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষনা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ সেপ্টেম্বর তারিখ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এদিকে তফসিল ঘোষনার সাথে সাথে সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারনা শুরু করেছেন।
নির্বাচন পরিচালনা পর্ষদের যুগ্ম আহবায়ক এ্যাডঃ আব্দুস ছালাম খান জানান, আগামী ৩ আগষ্ট থেকে ৫ আগষ্ট পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করা হবে। মনোনয়নপত্র জমা গ্রহনের শেষ দিন ৭ আগষ্ট রাত আটটা পর্যন্ত এবং ১০ আগষ্ট মনানয়নপত্র যাচাই-বাছাই ও ৭ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট  গ্রহন অনুষ্ঠিত হবে।  লোহাগড়া বাজারের মোট ভোটার সংখ্যা ১৬২৯ জন। সভাপতি সম্পাদকসহ  কার্যনির্বাহী পর্ষদের মোট পদ ১৯টি। সাধারনত দুটি প্যানেল প্রার্থীরা প্রতিদ্বদিতা করে থাকেন। তব এবার নির্বাচনে প্রার্থীর সংখ্যা প্যানেল ছাড়াও বেশী হতে পারে। ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান। অন্য সদস্যরা হলেন উপজেলা আওয়ামীলীগর সভাপতি মুন্সি আলাউদ্দিন, বীর মুক্তিযাদ্ধা গোলাম কবির হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মত্যুঞ্জয় কুমার দাস ।