প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৬:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২১, ৪:৩০ পি.এম
আগামী ২৬-২৭ মার্চ নীলিমা নিবাস বৃদ্ধাশ্রমে বসন্ত উৎসব
প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি: বাসন্তী নিসর্গ নতুনের আবাহনে নিমগ্ন,ঋতুরাজের জারত্ব সৃষ্টির উদ্মাদনায় মুখরিত,চেতনার পটে ঝলমলিয়ে ওঠে স্বাধীনতার সূর্যতোরণ।
স্বাধীনতার ৫০ বছর পূতি ও বসন্ত উদযাপন কেন্দ্র করে আসছে আগামী ২৬ ও ২৭ মার্চ নীলিমা নিবাস বিদ্যাশ্রমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বসন্ত উৎসব। আয়োজনে থাকছেন নীলিমা নিবাস বৃদ্ধাশ্রম। হেলারঘাট মশিয়াহাটী মনিরামপুর যশোর।
উৎসবে থাকছে সাংস্কৃতিক প্রতিযোগীতা,সঙ্গীতানুষ্ঠান। আরো থাকছে সংঙ্গীত,আবৃত্তি, ও নৃত্য প্রতিযোগীতা।
যেসকল প্রতিযোগী উক্ত উৎসবে অংশ গ্রহণ করতে উচ্ছুক তাদের আগামী ২৪ মার্চের মধ্য রেজিস্টেশন করতে বলা হচ্ছে।
রেজিস্টেশন এর জন্য kanowz chandal ফেজবুক আই ডি অথবা ০১৭৪৯ ৮৫২২০৬ নম্বরে যোগাযোগ করে রেজিস্টেশন সম্পন্ন করা যাবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.