Type to search

আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন পালিত

অভয়নগর

আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন পালিত

সৈয়দ আরাফাত হোসেন তাজ
আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন পালিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানটি দক্ষিণ বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান যা যশোর জেলার অভয়নগর উপজেলার আকিজ সিটিতে অবস্থিত। আকিজ গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব সেখ নাসির উদ্দিন (সিআইপি) মহোদয়ের সুদক্ষ নেতৃত্ব, অনুপ্রেরণা, নিবিড় তত্ত্বাবধায়ন ও দিকনির্দেশনায় আমরা সরকারি ও যশোর বোর্ডের নিয়ম- নীতি ও নির্দেশনা মেনে প্রতিষ্ঠানে সর্বদা সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য সদা প্রস্তুত। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় বিদ্যালয় চত্বরে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও দোয়া মহফিলের আয়োজন করা হয়। আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট-এর সুযোগ্য উপাধ্যক্ষ জনাব শেখ মাহমুদুন্নবী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন  জনাব মোঃ কামাল হোসেন, প্রভাষক, রসায়ন এবং উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। আলোচনা অনুষ্ঠানে সভাপতি মহোদয় বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অন্যতম সফল প্রধানমন্ত্রী। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন ইতোমধ্যেই।বিগত বছরগুলোতে সন্ত্রাস ও জঙ্গি দমনেও তিনি বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছেন। মিয়ানমারে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে সারা বিশ্বে হয়েছেন প্রশংসিত। সর্বোপরি, বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণেই করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল থাকায় আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এশিয়ার প্রায় সব দেশের ওপরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্ব, সময়োচিত পদক্ষেপ, মানুষের জন্য আর্থিক সহায়তা, খাদ্য সহায়তা, অর্থনীতিকে বাঁচানোর জন্য অর্থনৈতিক প্রণোদনা ঘোষণা এবং বাস্তবায়নের কারণে দেশে সাড়ে ছয় মাসে অনাহারে একজন মানুষেরও মৃত্যু হয়নি, খাদ্যের জন্য কখনো কোথাও হাহাকার হয়নি। আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন। অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী কে জানাই জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন। আপনার নেতৃত্বেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তাই এই জন্মদিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও ও দীর্ঘায়ু দান করুক এই কামনা করি। বক্তব্য শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে “স্মারকবৃক্ষ” স্মৃতিচিহ্ন হিসেবে প্রতিষ্ঠানে কিছু ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়। পরিশেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি আনিসুর রহমান, সহকারী শিক্ষক।